দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি
· মহিলাদের আত্ম -কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম
· চাকুরী বিনিয়োগ তথ্য কেন্দ্র
# কার্যক্রমের নাম: “মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম”
২০০৩-২০০৪ অর্থবছর হতে ২০২৪-২০২৫ অর্থবছর
ভুমিকা: একটি দেশের জাতীয় উন্নয়ন নির্ভর করে সে দেশের নারী-পুরুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বাংলাদেশের যে কোন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনে নারী সমাজের ভূমিকা অনিস্বীকার্য। তাই দেশের সুষম উন্নয়নে নারীর অংশগ্রহণ একান্ত অপরিহার্য। দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এ বিশাল জন গোষ্ঠীর সম্ভাবনা ও কর্মদক্ষতাকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমকে সফল করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। উক্ত কার্যক্রমের একটি অংশ “মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম”। দেশের ৬৪টি জেলার আওতাধীন ৪৯০টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।
লক্ষ্য: জেন্ডার সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দরিদ্র ও অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে নারীকে স্বাবলম্বী করা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন।
উদ্দেশ্য:
১। দরিদ্র ও অসহায় মহিলাদের ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচন
২। আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা;
৩। অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত
৪। নারী উদ্যোক্তা সৃষ্টি করা;
৫। নারীদের অধিকার সংরক্ষণ ও আত্ম-সচেতনতা বৃদ্ধি;
আয়বর্ধক কর্মসূচি: নারী ঋণের অর্থ দিয়ে বিভিন্ন আয়বর্ধক কর্মসূচি যেমন- সেলাই মেশিন ক্রয়, গরু-ছাগল ও হাঁস-মুরগী পালন, ক্ষুদ্র ব্যবসা, মৎস্য চাষ, নার্সারী ইত্যাদি আয়বর্ধক কর্মসূচি উপর ঋণ প্রদান করা হয়ে থাকে। এছাড়া মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রয়োজনীয় কার্যক্রম যেমন- স্যানিটারী ল্যাট্রিন ব্যবহার, ছেলে-মেয়েদের স্কুলে প্রেরণ, জন্ম নিবন্ধন, জন্ম নিয়ন্ত্রণ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, শিশুদের রোগ প্রতিষেধক টিকা ইনজেকশন প্রদান, বিশুদ্ধ পানি পান, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়।
ঋণ প্রদানের পরিমাণ ও সার্ভিস চার্জ
১। এককভাবে ২৫,০০০/-(পচিঁশ হাজার)-৭৫,০০০/-(পঁচাত্তর হাজার);
২। দলীয়ভাবে ১ লক্ষ-২ লক্ষ;
৩। সার্ভিস চার্জ ৫%;
৪। গ্রেস পিরিয়ট-২ মাস;
৫। সর্বোচ্চ ১ বছরের জন্য ১০ কিস্তি এবং ২ বছরের জন্য ২২কিস্তিতে পরিশোধযোগ্য।
বাছাইয়ের মানদন্ড
১) ঋণ প্রদানের ক্ষেত্রে মহিলা বিষয়ক অধিদপ্তর বা জাতীয় মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা, বিধবা, ভিডব্লিউবি উপকারভোগী, শারীরিক প্রতিবন্ধি ও বিদেশ ফেরৎ কর্মক্ষম নারীদের অগ্রাধিকার প্রদান করা হবে;
২) বয়সসীমা: ১৮-৫৫ বছর;
৩) ভিটে-বাড়ি অথবা স্থায়ী বাসিন্দা হতে হবে;
৪) পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকা হতে হবে;
৫) এককবা দলীয়ভাবে ঋণের জন্য আবেদন করতে পারবে।
ঋণ সংক্রান্ত বছর ওয়ারী অগ্রগতির প্রতিবেদন নিম্নরূপ :
কোটি টাকায়
অর্থ বছর |
মোট বরাদ্দ |
মোট বিতরণ |
মোট আদায় |
আদায়ের হার |
উপকারভোগী |
২০০৩-২০০৪ |
১০.০০ |
১০.০০ |
৬.০০ |
৬০% |
২০০০০ জন |
২০০৪-২০০৫ |
৫.০০ |
১০.১০ |
৭.০০ |
৬৯.৩১% |
১২২০০ জন |
২০০৫-২০০৬ |
৮.২৫ |
১১.২৫ |
৭.৯০ |
৭০.২২% |
১৪৪০০ জন |
২০০৬-২০০৭ |
৬.০০ |
১০.৭০১৪ |
৭.০০৫৮ |
৬৫.৪৭% |
৮০০৩ জন |
২০০৭-২০০৮ |
৩.০০ |
৭.১৪৬৮ |
৫.৩০ |
৭৪.১৬% |
৫২২১ জন |
২০০৮-০৯ |
বরাদ্দ দেয়া হয়নি |
৩.০০ |
১.৭০ |
৫৬.৬৭% |
৩০০০ জন |
২০০৯-১০ |
বরাদ্দ দেয়া হয়নি |
৫.৩০ |
৪.৯০ |
৯২.৪৫% |
৫৩০০ জন |
২০১০-১১ |
বরাদ্দ দেয়া হয়নি |
৬.৯৯৯৫ |
৫.২৫৬৯ |
৭৫.১০% |
৬৯৯৯ জন |
২০১১-১২ |
২.৫০ |
৭.৬৪৫০ |
৫.৫১০৬ |
৭২.০৮% |
৭৬৪৫ জন |
২০১২-১৩ |
১.৫০ |
৯.৬৩১৬ |
৭.১০১০ |
৭৩.৭৩% |
৯৬৩১জন |
২০১৩-১৪ |
০.৫০ |
১১.৪৫১৭ |
৮.৯৪৪৫ |
৭৮.১০% |
১১৪৫১ জন |
২০১৪-১৫ |
১.০০ |
৫.০৭১৩ |
৫.০০২৫ |
৯৮.৬৪% |
৩৭৪৬ জন |
২০১৫-১৬ |
১.২৫ |
৬.৪৫৭০ |
৬.৭৮৯৬ |
১০৫.১৫% |
৫০৮৬ জন |
২০১৬-১৭ |
১.৫০ |
৭.৯৩৭৫ |
৭.৮৯৩৯ |
৯৯.৪৫% |
৬৪২৯ জন |
২০১৭-১৮ |
২.০০ |
৮.৬৪৬৬ |
৭.১২৬৫ |
৮২.৪১% |
৭০১০ জন |
২০১৮-১৯ |
২.৫০ |
১২.৭৩৬৮ |
৯.১৫১৪ |
৭১.৮৫% |
৬৮৭০ জন |
২০১৯-২০ |
৩.০০ |
৩.৭৭০৮ |
৭.৩৪০৩ |
১৯৪.৬৬% |
৪৪৭০ জন |
২০২০-২১ |
৩.০০ |
১১.১৭১১ |
৭.৩২৩৫ |
৬৫.৫৫% |
৭৯০০ জন |
২০২১-২২ |
৩.০০ |
৮.৮১৫৪ |
৭.৮৯৫০ |
৮৯.৫৬% |
৬৪২০ জন |
২০২২-২৩ |
৪.০০ |
১১.৬৫০১ |
৮.৫৬০০ |
৭৩.৪৭% |
৬৬১০ জন |
২০২৩-২৪ |
১.০০ |
১৬.৯৫২৫ |
১০.৬৯০১ |
৬৩.০৬% |
৫৬২৪ জন |
২০২৪-২৫ |
০.৫০ |
১২.৪৫৪৭ |
১৩.০৭৭০ |
১০৫% |
৩৫৮৯ জন |
মোট (জিওবি) |
৫৯.৫০ |
- |
- |
- |
- |
PKSF এর ফান্ড এবং জয়িতার সার্ভিস চার্জ হতে প্রাপ্ত (২০২০-২০২১) |
৩.২৮২০ |
- |
- |
- |
- |
সর্বমোট= |
৬২.৭৮২০ |
১৯৮.৮৮৯৮ |
১৫৭.৪৬৮৬ |
৭৯.১৭% |
১,৬৭,৬০৪ জন |