Wellcome to National Portal
মহিলা বিষয়ক অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০২৫

মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমী

জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমী

জাতীয় মহিলা প্রশিক্ষণও উন্নয়ন একাডেমী মহিলা বিষয়ক অধিদপ্তরের সুবিশাল কর্মকান্ড বাস্তবায়নে এবং কার্যক্রমের গতিশীলতা আনয়নে নিয়োজিত প্রধান কার্যালয়, জেলা ও উপজেলা কার্যালয়, সকল চলমান কর্মসূচিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত মান এবং কর্ম দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করে থাকে। নারীর সার্বিক উন্নয়নে দক্ষতার কোনো বিকল্প নেই। সে বিবেচনায় তৃর্ণমূল পর্যায়ে স্বল্প শিক্ষিত, দুঃস্থ মহিলাদের কর্মদক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিত করে স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ জেলা ও উপজেলা কার্যালয়ের  মহিলা প্রশিক্ষণ কেন্দ্র এবং ০৭ টি আবাসিক ও ০১ টি অনাবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারাই হচ্ছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অংশ।

উদ্দেশ্য:

১। অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করা;

২। আত্মকর্মসংস্থান সৃষ্টি;

৩। নারীর ক্ষমতায়ন;

৪। নারীকে জনসম্পদে রূপান্তর করা;

৫। নারী-পুরুষ এর সমতা আনয়ন।

অনাবাসিক প্রশিক্ষণ

 ক.   অনাবাসকি প্রশক্ষিণ  কেন্দ্র :

i) র্কমর্কতা- র্কমচারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ:  আধুনিক বাংলাদেশ গড়ার চলমান কর্মসূচির সাথে তাল মিলিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কর্মরত কর্মকর্তা-কর্মচারিদের বিভিন্ন বিষয়ে জাতীয় মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন একাডেমীতে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

 

ii)  বৃত্তিমূলক প্রশিক্ষণ: স্বল্প শিক্ষিত ও শিক্ষত বেকার নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয় ০৪ (চার) মাস মেয়াদি ০৩ টি ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

১। দর্জি বিজ্ঞান

১৫

২। ব্লক, বাটিক এন্ড টাইডাই

১৫

৩। এমব্রয়ডারী

১৫

 

iii) উপজেলা মহিলা প্রশিক্ষণ কেন্দ্র  (WTC): গ্রামীণ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত হচ্ছে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র (WTC) এর  প্রশিক্ষণ কার্যক্রম। দেশের ৬৪ জেলার ১৩৬টি উপজেলায় (খুলনা: ১পাইকগাছা ২.ডুমুরিয়া, সাতক্ষীরা : ৩.শ্যামনগর ৪.আশাশুনি, বাগেরহাট: ৫.ফকিরহাট ,৬.মোড়লগঞ্জ ,৭.কচুয়াযশোর: ৮.অভয়নগর, ৯.কেশবপুর,  ঝিনাইদাহ: ১০.কোটচাঁদপুর ১১.   মহেশপুর মাগুরা: ১২.   শালিখা ১৩.   মোহাম্মদপুর নড়াইল: ১৪.   লোহাগড়া ১৫.   কালিয়া কুষ্টিয়া: ১৬.   মিরপুর ১৭.   খোক্‌সা মেহেরপুর: ১৮.   গাংনী চুয়াডাঙ্গা ১৯.   জীবন নগর ২০.   দামুরহুদা বরিশাল :২১.   বাকেরগঞ্জ ২২.   গৌরনদী ভোলা: ২৩.   লালমোহন ২৪.   চরফ্যাশন পিরোজপুর: ২৫.   নাজিরপুর ২৬.   ভান্ডারিয়া ঝালকাঠি: ২৭.   রাজাপুর ২৮.   নলছিটি পটুয়াখালী: ২৯.   বাউফল ৩০.   কলাপাড়া, বরগুনা: ৩১.   বেতাগী ৩২. আমতলী , ঢাকা: ৩৩. ধামরাই ৩৪. সাভার, নারায়ণগঞ্জ: ৩৫. রূপগঞ্জ ৩৬. আড়াইহাজার, মানিকগঞ্জ: ৩৭.   শিবালয় ৩৮.  সাটুরিয়া, নরসিংদী :৩৯.   মনোহরদী ৪০.   পলাশ ৪১. বেলাবো , মুন্সিগঞ্জ: ৪২.গজারিয়া ৪৩.   লৌহজং গাজীপুর : ৪৪.শ্রীপুর ,ময়মনসিংহ : ৪৫.ভালুকা ৪৬.নান্দাইল,নেত্রকোনা: ৪৭.মোহনগঞ্জ ৪৮.কেন্দুয়া ৪৯.বারহাট্টা, কিশোরগঞ্জ: ৫০.কটিয়াদী ৫১.কুলিয়ার চর, জামালপুর: ৫২.মাদারগঞ্জ ৫৩.দেওয়ানগঞ্জ ,শেরপুর :৫৪.নকলা ৫৫.   নালিতাবাড়ী, টাঙ্গাইল: ৫৬.বাসাইল ৫৭.সখিপুর ৫৮.নাগরপুর ৫৯.কালিহাতি, ফরিদপুর: ৬০.আল্‌ফাডাঙ্গা ৬১.নগরকান্দা ,রাজবাড়ী:৬২.বালিয়াকান্দি ৬৩.গোয়ালন্দ মাদারীপুর: ৬৪.রাজৈর ৬৫.শিব্‌চর ৬৬.কালকিনী ,শরীয়তপুর :৬৭.জাজিরা ৬৮,গোসাইরহাট,গোপালগঞ্জ:৬৯.কাশিয়ানী৭০.মুকসুদপুর, চট্টগ্রাম:৭১.সন্দ্বীপ ৭২.রাংগুনীয়া ৭৩.বাঁশখালী, কক্সবাজার:৭৪.মহেশখালী ৭৫.উখিয়া, কুমিল্লা: ৭৬.দাউদকান্দি ৭৭.বুড়িচং৭৮.চৌদ্দগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া: ৭৯.কস্‌বা ৮০.নবীনগর ৮১.সরাইল ৮২.আখাউড়া, চাঁদপুর: ৮৩.কচুয়া ৮৪.শাহরাস্তি, নোয়াখালী: ৮৫.হাতিয়া ৮৬.বেগমগঞ্জ, লক্ষ্মীপুর:৮৭.রায়পুর ৮৮. রামগতী, ফেনী: ৮৯.সোনাগাজী ৯০দাগনভূঁঞা, রাঙ্গামাটি: ৯১.লংগদু ৯২.বিলাইছড়ি, খাগড়াছড: ৯৩.   রামগর ৯৪.   মানিকছড়ি,বান্দরবান :৯৫.  রোয়াংছড়ি ৯৬.নাইক্ষ্যংছড়ি, সিলেট: ৯৭.গোয়াইনঘাট ৯৮.বিয়ানী বাজার সুনামগঞ্জ: ৯৯. দিরাই ১০০. জগন্নাথপুর, মৌলভীবাজার: ১০১.   কুলাউড়া ১০২.   শ্রীমঙ্গল হবিগঞ্জ :১০৩.   আজমিরিগঞ্জ ১০৪.   নবীগঞ্জ রাজশাহী: ১০৫.   তানোর ১০৬.   চারঘাট নাটোর: ১০৭.   গুরুদাসপুর ১০৮.   লালপুর নওগাঁ: ১০৯. মহাদেবপুর ১১০.  রাণীনগর চাঁপাই নবাবগঞ্জ: ১১১. ভোলাহাট ১১২.   গোমস্তাপুর দিনাজপুর :১১৩.   বোচাগঞ্জ ১১৪. খান্‌সামা ঠাকুরগাঁও:১১৫.   বালিয়াডাংগী ১১৬. পীরগঞ্জ পঞ্চগড়: ১১৭.   তেঁতুলিয়া ১১৮.আটোয়ারী রংপুর: ১১৯.বদরগঞ্জ ১২০.মিঠাপুকুর নীলফামারী: ১২১.কিশোরগঞ্জ ১২২. সৈয়দপুর লালমনিরহাট :১২৩.   কালীগঞ্জ ১২৪.   আদিতমারী ,কুড়িগ্রাম: ১২৫.নাগেশ্বরী ১২৬.   ফুলবাড়ী, গাইবান্ধা: ১২৭.পলাশবাড়ী ১২৮.ফুলছড়ি পাবনা :১২৯.  ঈশ্বরদী ১৩০.সাঁথিয়া সিরাজগঞ্জ: ১৩১.   কাজীপুর ১৩২.   উল্লাপাড়া বগুড়া: ১৩৩.   আদমদিঘী ১৩৪.   সারিয়াকান্দি ,জয়পুরহাট: ১৩৫.পাঁচবিবি ১৩৬. আক্কেলপুর) এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। ০৩ মাস মেয়াদি ০১ টি ট্রেডে  (৩৬০ ঘন্টা)  প্রশিক্ষণ প্রদান করা হয়। হয়। প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ (একশত) টাকা হারে ভাতা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

১। দর্জি বিজ্ঞান

৩০

 

iv) জেলা পর্যায়  প্রশিক্ষণ কেন্দ্র : জীবিকায়নের জন্য মহিলাদের  দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ৬৪টি জেলায় স্হানীয় চাহিদার ভিত্তিতে ৫টি ট্রেডে ২০ জন করে প্রতি ব্যাচে ১০০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ০৩ মাস মেয়াদি ৪ টি ব্যাচে  (৩৬০ ঘন্টা)  প্রশিক্ষণ প্রদান করা হয়। হয়। প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ (একশত) টাকা হারে ভাতা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

 ড্রেস মেকিংঅ্যান্ড টেইলারিং/আধুনিক গার্মেন্টস/আধুনিক দর্জি বিজ্ঞান

২০

ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন

২০

 মোবাইল ফোন সার্ভিসিং

২০

সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন

২০

হর্টিকালচার নার্সারী/কিচেন গার্ডেনিং

২০

কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন

২০

ব্লক বাটিক অ্যান্ড প্রিন্টিং

২০

বক্স মেকিং এন্ড প্যাকেজিং

২০

 সো-পিস এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং

২০

১০

সুঁচিশিল্প (হ্যান্ড এমব্রয়ডারী ও কারচুপি ওয়ার্ক)

২০

১১

ব্যাগ মেকিং/  কাগজের ঠোংগা তৈরি

২০

১২

 মাশরুম চাষ

২০

১৩

 জুট প্রডাক্ট

২০

১৪

 এম্ব্রয়ডারী মেশিন অপারেটর এন্ড মেইনটেনেন্স

২০

১৫

 মোমবাতি তৈরি

২০

 

v) গ্রমীন মহিলাদের কৃষিভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র জিরানী, গাজীপুর (অনাবাসিক):  প্রান্তিক নারীদের কৃষি ক্ষেত্রে  সক্ষমতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কেন্দ্রে নারীদের সমন্বিত কৃষি  বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।  ০৩ মাস মেয়াদি ০৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।  প্রশিক্ষণার্থীদের দৈনিক হাজিরার ভিত্তিতে ২০০ ( দুইশত) টাকা হারে ভাতা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

সমন্বিত কৃষি  প্রশিক্ষন

১৫

 

আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র : উন্নত সমৃদ্ধ শক্তিশালী আধুনিক বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে শিক্ষার পাশাপাশি প্রযুক্তি নির্ভর প্রশিক্ষন। দেশের সার্বিক উন্নয়নে নারীদের অংশগ্রহণ আজ দৃশ্যমান। এই নারী শক্তিকে ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন ০৭ টি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে   স্বল্প শিক্ষিত মহিলাদের কৃষি প্রশিক্ষণসহ বিভিন্ন ট্রেডে নিরাপদ আবাসন ও নারী বান্ধব পরিবেশে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ চলাকালীন প্রশিক্ষণার্থীদের হোস্টেলে বিনা খরচে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।

 i) নারী প্রশিক্ষণ একাডেমী, জিরানী, গাজীপুর  নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ১৮-৩৫ বছর বয়সী মহিলাদের বর্ণিত ট্রেডে ৩ মাস মেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণসহ প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে  ভাতা হিসেবে ৯০০-/(নয়শত) টাকা প্রদান করা হয়।এ প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচিত বেসরকারী সংস্থার সহায়তায় ইন্ডাষ্ট্র্রিয়াল সুইং মেশিন অপারেটর বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।প্রশিক্ষণের মেয়াদ ০২ মাস এবং প্রতিব্যাচে ৮০ জন করে বছরে ০৬টি ব্যাচে ৪৮০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রায় ৯০% প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।  সকল ট্রেড কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড।

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

সার্টিফিকেট –ইন-বিউটিফিকেশন

৩০

মোবাইল ফোন সার্ভিসিং

৩০

কম্পিউটার অফিস এপ্লিকেশন

৮০

ড্রেস মেকিং এন্ড টেইলারিং

৩০

ইন্ডষ্ট্রিয়াল সুইংমেশিন অপারেটর এন্ড মেইনটেনেন্স

৩০

UCEP এর সাথে MOU এর মাধ্যমেইন্ডষ্ট্রিয়াল সুইংমেশিন অপারেটর এন্ড মেইনটেনেন্স

৮০

 

ii)মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র জিরাবো, সাভার, ঢাকা:  এ প্রশিক্ষণ কেন্দ্রে থেকে  কৃষি ক্ষেত্রে মহিলাদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীরা বিভিন্ন বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। পেষ্ট্রি এন্ড বেকারী প্রোডাক্ট ট্রেডটি কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড। ০৩ মাস মেয়াদি ০৪ টি ট্রেডে বছরে ০৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে  ভাতা হিসেবে ৯০০-/(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

মাশরুম ও জৈব চাষাবাদ

১০

পেষ্ট্রি এন্ড বেকারী প্রোডাক্ট

১৫

ড্রেস মেকিং এন্ড টেইলারিং

১৫

 বেসিক কম্পিউটার

২০

 

iii) বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র দিঘারকান্দা, ময়মনসিংহ: পশ্চাৎপদ নারীকে স্বাবলম্বী করার জন্য  এ প্রশিক্ষণ কেন্দ্রে  বিভিন্ন ট্রেডে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষ জনশক্তিরূপে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিউটিফিকেশন ট্রেডটি কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড। ০৩ মাস মেয়াদি প্রতি ব্যাচে ০৪ টি ট্রেডে বছরে ০৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে  ভাতা হিসেবে ৯০০-/(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

সার্টিফিকেট-ইন-বিউটিফিকেশন

২৫

ড্রেস মেকিং এন্ড টেইলরিং

৫০

আবাসিক-২৫

অনাবাসিক-২৫

 কম্পিউটার অফিস এপ্লিকেশন

৫০

 হাউজ কিপিং এন্ড কেয়ার গিভিং

২৫

 

iv) মহিলা কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট মোড়েলগঞ্জ, বাগেরহাট: নারী দক্ষতার সাথে কাজ করবে। এ লক্ষ্যে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েরগঞ্জ উপজেলায় এ প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ০৩ টি ট্রেডই কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড। ০৩ মাস মেয়াদি বছরে ০৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে  ভাতা হিসেবে ৯০০-/(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

 সার্টিফিকেট-ইন- বিউটিফিকেশন

২০

 কম্পিউটার অফিস এপ্লিকেশন

৪০

 ড্রেস মেকিং এন্ড টেইলারিং

৪০

 

v) মহিলা হস্তশিল্প এবং কৃষি প্রশিক্ষণ কেনদ্র দিনাজপুর: দিনাজপুর অঞ্চলের স্বল্প শিক্ষিত ও শিক্ষিত বেকার নারীদের প্রশিক্ষণ প্রদানের জন্য  এ প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয় । ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডটি কারিগরি শিক্ষা বোর্ডের সাথে এফিলিয়েটেড। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয়। ০৩ মাস মেয়াদি বছরে ০৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ভাতা হিসেবে ৯০০-/(নয়শত) টাকা প্রদান করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

দর্জি বিজ্ঞান

৩০

আধুনিক গার্মেন্টস,

২০

 বেসিক কম্পিউটার

১০

 

vi) মা-ফাতেমা (রাঃ) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স সারিয়াকান্দি, বগুড়া: নারীর দক্ষতা ও অর্থনেতিক উন্নয়ন কল্পে বগুড়া জেলাধীন সারিয়াকান্দি উপজেলায় মা-ফাতেমা (রাঃ) মহিলা প্রশিক্ষণ ও উন্নয়ন কমপ্লেক্স স্থাপন করা হয়। ০৩ মাস মেয়াদি ০৩ টি ট্রেডে বছরে ০৪ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।  প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ বিনা খরচে সরবরাহ করা হয়। প্রশিক্ষণার্থীকে ভাতা হিসেবে ৯০০-/(নয়শত) টাকা প্রদান করা হয়।এই প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচিত বেসরকারী সংস্থার সহায়তায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের  কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

 কনজিউমার ইলেকট্রনিক্স

২০

 টেইলারিং এন্ড ড্রেসমেকিং

২০

  ইলেকট্রিশিয়ান

২০

 

vii)  মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সপুরা, রাজশাহী:    এ প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত বাৎসরিক  ক্যালেন্ডার অনুযায়ী  যুগোপযোগি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের মেয়াদ ০৫ দিন। প্রশিক্ষণকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীর থাকা, খাওয়া ও প্রশিক্ষণ উপকরণ সরকার থেকে বহন করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে যাতায়াত ভাতা প্রদান করা হয়।  এছাড়া এ প্রশিক্ষণ কেন্দ্রে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হয়।

 

ক্র:নং

ট্রেডের নাম

আসনসংখ্যা

 

নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দের স্বক্ষমতা বিকাশ  

৬০

৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

২০

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 এক নজরে মানব সম্পদ উন্নয়ন কর্মসূচিমানব সম্পদ উন্নয়ন কর্মসূচি

২০১৪-১৫ অর্থ বছর হতে জানুয়ারী,২০১৬ পর্যন্ত বিদেশ প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নামের তালিকা